কবিতাকোষ

আপনি যদি কবিতা পড়তে এবং লিখতে ভালোবাসেন তাহলে জানবেন এই ওয়েবসাইটটি আপনার জন্য। চর্যাপদ থেকে বর্তমান পর্যন্ত বাংলা কবিতা শিল্পকে যাঁরা সমৃদ্ধ করেছেন এবং করছেন সেইসব খ্যাতিমান কবিদের বিশাল কবিতার ভাণ্ডার পড়ার সুবিধা পাবেন আমাদের ওয়েবসাইটে। খ্যাতিমান কবিদের কবিতা পড়ার পাশাপাশি আপনার নিজের লেখা কবিতা খুব সহজেই আমাদের সাইটে প্রকাশ করে নিজের প্রতিভা তুলে ধরতে পারেন। বর্তমান প্রজন্মের বহু কবি এই ওয়েবসাইটে নিয়মিত লিখছেন। এখানে আপনার কবিতা প্রকাশের পাশাপাশি থাকছে অন্যান্য কবি এবং কবিতার উপর নানারকম আলোচনা, আড্ডা, আবৃত্তি প্রকাশের সুবিধা।

আমাদের অর্জন

খ্যাতিমানদের কবিতা

১৩০৭০ টি

আসরের মোট কবিতা

৮৫৫ টি

আলোচনামূলক লেখা

১৩ টি

কবিতার আবৃত্তি

১ টি

মোট সদস্য

৪০৯ জন

কবিতা প্রকাশ করেছেন

৩৭৮ জন

সাম্প্রতিক সংযোজন

বাছাইকৃত লেখা

প্রেম নাগিনী
- মোহাম্মদ দ্বীন ইসলাম রাজু



প্রেম নাগিনী

""""""""""""""" রাজু আহমেদ

                        ০৭ মে ২৩

                           রবিবার 


প্রেম প্রেয়সী মন কেড়েছো

রূপের আঁচল দিয়ে, 

ছিনিমিনি খেলো নাকো

সরল মনটা নিয়ে। 


প্রেমের খোঁজে মন উদাসী 

অশান্ত মন ঘরে,

নিজের মনে নিজ চিনে না 

কেমনে বুঝবে পরে?


প্রেম নাগিনী গাল ফুলিয়ে 

অভিমানে থাকে, 

হঠাৎ হাসি ফুঁসে উঠে 

কথা, কাজের ফাঁকে। 


তোমার প্রেমে পড়ে পড়ে

থাকি নির্ঘুম চোখে,

তোমার পরশ না পাইলে

কষ্ট লাগে বুকে।


তুমি আমার মন মাধুরি 

সুখের চন্দ্র বিন্দু,

তোমার পরশ চাওয়া পাওয়া 

ভালোবাসার সিন্ধু। 


ইট পাথুরে নয়তো মানুষ 

রক্ত মাংসে গড়া,

তবে কেনো প্রেম শহরে

তোমার জীবন খরা।


আমার মনের সংবিধানে

অপরাধী তুমি, 

সতেজ সজীব জীবনটাকে

বানাইছো মরুভূমি!

বিস্তারিত
প্রত্যাশা
- পার্থ বসু

সরকার তুমি ভ্রষ্ট আজি ঐ জনতার পোড়া মুখ,

সেই জনতার দেয়া চেয়ারে বসে কত না স্বর্গসুখ।

মন্ত্রী র ঐ ঘরেতে টাকা দেখো মেঝ থেকে ঐ ছাদ,

বেকার যুবক জুটাবে কেমনে বলনা পেটের ভাত?।

আজ গণতন্ত্র পথের ধুলায়, তোমার চোখেতে বালি,,

মানুষের মাটি কেরে নিয়েছ,মায়ের মুখেতে কালি,

ঐ সংবিধানের শপথ নিয়ে ই করেই চলেছো

ছল,

দেখতে পাওনা সন্তান হারা মায়ের চোখের জল।

নারীর সম্মান লুট করেছে তোমার অনুগামী,

ধর্ষিতার ই অপরাধ ছিল হায় রে তোমার বাণী।

রাজনীতির ঐ রীতি খানি আজ আসলে শোষণ যন্ত্র,

আর কত দেবে মানুষের কানে মগজ ধোলাই মন্ত্র?।

ভাবো যদি তুমি রবে চিরদিন,ধারণা টা তব ভুল,,

জন স্রোত এসে ভেঙে দেবে ঐ তোমার সাজানো কূল,,

হারিয়ে সেদিন চেয়ার খানি লাগবে কেমন স্বাদ?

দিকে দিকে আজ বেড়ে ই চলেছে জনতার প্রতিবাদ।

সময় সে তো ঘড়ির কাঁটা থাকবে না তো থেমে,,

হিসাব তোমায় দিতেই হবে পাই পাই সব গুনে।

হেলায় তুমি নিও না আজ ঐ জনতার আক্রোশ,,

একে একে দিন ফুরিয়ে গেলে করবে যে আফসোস।

চায় না কেহ ভিক্ষা আজ ই চায় না যে অনুদান,,

পারো যদি দিতে.. তবে দাও না তাদের কর্ম সংস্থান।

আমি নেতাজী সুভাষের স্বপ্ন খানি আজও দেখি রোজ রাতে,

সাম্যবাদের বুজরুকি নয়,সবাই যেন ভাত খেতে পায়,

যেন উন্নত শির করে সবাই চলবে যে এক সাথে।।

রাজনীতি আমি বুঝি না কোনো, বুঝি মানুষের ভাষা,,

আবার নতুন সমাজ গড়বে মানুষ, এটাই যে প্রত্যাশা।

বিস্তারিত

আজ শুক্রবার, মে ১৭, ২০২৪

আজ যাদের জন্মদিন

খ্যাতিমান কবি

বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।

বিষয়শ্রেণী

নির্দিষ্ট কোন বিষয়শ্রেণীর উপর লেখা বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে বিষয়শ্রেণীর উপর ক্লিক করুন।

পিডিএফ বই

বাংলার খ্যাতিমান কবিদের কবিতা পড়তে চাইলে নিচের তালিকা থেকে যেকোন একজন কবির নামের উপর ক্লিক করুন।