বিক্ষোভ

(0 জন)
- সুকান্ত ভট্টাচার্য

দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম,

হে স্বদেশ, ফের সেই কথা জানলাম।

জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে

ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে,

কখনো কেউ কি ভূমিকম্পের আগে

হাতে শাঁখ নেয়, হঠাৎ সবাই জাগে?

যারা আজ এত মিথ্যার দায়ভাগী,

আজকে তাদের ঘৃণার কামান দাগি।

ইতিহাস, জানি নীরব সাক্ষী তুমি,

আমরা চেয়েছি স্বাধীন স্বদেশভূমি,

অনেকে বিরূপ, কানে দেয় হাত চাপা,

তাতেই কি হয় আসল নকল মাপা?

বিদ্রোহী মন ! আজকে ক'রো না মানা,

দেব প্রেম আর পাব কলসীর কণা,

দেব, প্রাণ দেব মুক্তির কোলাহলে,

জীন্ ডার্ক, যীশু, সোক্রোটিসের দলে।

কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল,

ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল,

ততদিনে প্রাণ দেব শত্রুর হাতে

মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে।

ইতিহাস ! নেই অমরত্বের লোভ,

আজ রেখে যাই আজকের বিক্ষোভ।।

আবৃত্তি করেছেন: শেখ সাদী মারজান

আবৃত্তিটি ২৬২ বার পঠিত হয়েছে।

প্রকাশের সময়: ২০২২-১২-৩১ ০১:১৩:১০ PM

বিষয়শ্রেণী:

ALL COMMENTS

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ০টি মন্তব্য এসেছে।
Comment 1 start

আজ শুক্রবার, মে ১৭, ২০২৪

কবিতাটি পছন্দের তালিকায় যোগ করুন

সাম্প্রতিক মন্তব্যসমূহ

not found