দিনলিপি ২য় পর্ব

(0 জন)
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

ঐ গগ‌নের দি‌কে দৃ‌ষ্টি প্রসা‌রিত ক‌রে
আপনার ভুবন আপ‌নি গ‌ড়ে
স্ব‌প্নে ভর ক‌রে নিত্য অ‌নিশ্চয়তায়
জীব‌নের রোজনামচা লি‌খে যে‌তে হয়।


জীব‌নের দিন‌লি‌পি মধুর নয়
আষ্টেপৃ‌ষ্টে ব‌ন্ধি থে‌কে ‌বেদনায়
‌রোজ রোজ চা‌লি‌য়ে নি‌তে হয়
বু‌কের মা‌ঝে জ‌মে থা‌কে সংশয়।


ঐ বিষা‌দের ভুব‌নে যা‌দের বসবাস
নীর‌বে তা‌দের সঙ্গী আ‌মি বা‌রোমাস
‌দিন‌লি‌পি আ‌ঁখিজ‌লে সম্মুখ অ‌ভিমু‌খি
শুধু নীর‌বে প্রত্যাশায় তা‌কি‌য়ে থা‌কি।


সময় হা‌রি‌য়ে যায় নীর‌বে নিরালায়
পরাজ‌য়ের ই‌তিহা‌সে দিন‌লি‌পি শেষ হয়
‌রোজ রোজ এইভা‌বে পরা‌জিত আ‌মি
সাজাই রোজনামচা সু‌খে দু‌খে সংগ্রা‌মী।

কবিতাটি ৮১ বার পঠিত হয়েছে।

প্রকাশের সময়: ২০২৪-০২-১৪ ১০:৫২:৪৫ PM

বিষয়শ্রেণী: জীবনবোধের কবিতা, বিবিধ কবিতা, বিরহের কবিতা,

মন্তব্য যোগ করুন

আবৃত্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

নাম

ইমেইল

মন্তব্য

ALL COMMENTS

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ০টি মন্তব্য এসেছে।
Comment 1 start

আজ শনিবার, জুন ১, ২০২৪

কবিতাটি পছন্দের তালিকায় যোগ করুন

সাম্প্রতিক মন্তব্যসমূহ

not found